বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠাতার বাণী

আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ ও কার্যকর মানব সম্পদের বিকল্প নেই। শুধুমাত্র শহর পর্যায়ে উন্নত ও আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ সম্ভব নয়। এই উপলব্ধি থেকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। কালের পরিক্রমায় বিদ্যালয়টি একটি আধুনিক, তথ্য-প্রযুক্তি নির্ভর, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় সুপরিচিতি লাভ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি বিকাশে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাদানের পাশাপাশি নৈতিক, মানবিক ও পারিবারিক মূল্যবোধ ও বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই বিদ্যালয় সচেষ্ট থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কার্যকর ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে চেচুয়া উচ্চ বিদ্যালয় অত্র জেলার অন্যতম দায়িত্বশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ ব্যক্ত করছি।

 

 

প্রতিষ্ঠাতা

চেচুয়া উচ্চ বিদ্যালয়

মুক্তাগাছা, ময়মনসিংহ।